
প্রবল ভুমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ।
সোমবার রাত ৮ টা ৪৯ মিনিটে কেঁপে উঠে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১।
প্রবল কম্পন অনুভূত হয় ডুয়ার্স, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে।
কলকাতাতেও অনুভূত হয় সেই মৃদু কম্পন।
সুত্রের খবর, ভূমিকম্পের এপিসেন্টার সিকিমের রাজধানী গ্যাংটকের প্রায় ২৫ কিলোমিটার দূরে
ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার অন্দরে ছিল বলে জানা গিয়েছে।
ভূমিকম্পের উৎসস্থল ছিল লাচুং থেকে ৫১ কিলোমিটার দূরে।
সিকিমে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪ ছিল বলে জানানো হয়।
কম্পন অনুভুত হয় প্রতিবেশি রাজ্য বিহার ও অসমেও।
এমনকি নেপাল ও বাংলাদেশেও মৃদু ভুমিকম্প হয়।
কম্পনের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
More Stories
অভিনব ভাবনা কমিশনের
বৃষ্টি মাথায় ভোটপঞ্চমী
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের