
তৃতীয় দফা থেকে ক্রমশ উত্তপ্ত বঙ্গের ভোট ময়দান।
সকাল থেকেই খবর মারধর আর হামলার।
বাদ যাচ্ছেন না প্রার্থীরাও।
এদিন আক্রান্ত হলেন বিজেপির সেলেব প্রার্থী পাপিয়া অধিকারী।
২১ এর বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া দক্ষিণের প্রার্থী তিনি।
মঙ্গলবার সকালে দক্ষিণ উলুবেড়িয়ায় আক্রান্ত হন সুশান্ত মণ্ডল নামে এক বিজেপি কর্মী।
তাঁকে তলোয়ারের কোপ মারা হয় বলে অভিযোগ।
সেই বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে যান পাপিয়া অধিকারী।
সেখানেই তৃণমূল সমর্থকদের রোষানলের মুখে পড়েন তিনি।
অভিযোগ এদিন হাসপাতালে তৃণমূল কর্মীরা তাঁর উপর চড়াও হয়।
এমনকি, তাঁর গলাও টিপে দেওয়া হয় বলে অভিযোগ জানান প্রার্থী।
এরপর দুই পুলিশ কর্মীর সাহায্যে ঘটনাস্থল থেকে বেড়িয়ে আসেন তিনি।
কিন্তু তারপরেও রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর।
মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনীও।
ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
More Stories
অভিনব ভাবনা কমিশনের
বৃষ্টি মাথায় ভোটপঞ্চমী
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের