
বাতিল হল পরিচালকদের রক্ষাকবচ ফিল্ম সার্টিফিকেশন অ্যাপেলেট ট্রাইবুনাল।
রাতারাতি এই আইন বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।
যার জেরে উত্তাল সিনে পাড়া।
ভারতীয় সংবিধানের ৫ডি নং ধারায় সিনেমাটোগ্রাফি আইনের অধীনে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তৈরি এই ট্রাইবুনাল।
যার সদর দপ্তর দিল্লিতে।
সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেতে সমস্যা হত যেসব ছবিগুলির, তারা ট্রাইবুনালে আবেদন করতেন।
এরপর সার্টিফিকেট পেতে আর কোনো সমস্যা থাকত না।
উদাহরণ হিসেবে বলা যায়,
পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তবের ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’, অনুরাগ কাশ্যপের ‘উড়তা পঞ্জাব’, কুশান নন্দীর ‘বাবুমশাই বন্দুকবাজ’ প্রভৃতি বহু ছবিই এই ট্রাইবুনালের সুপারিশমতো ফেরত গিয়েছে সেন্সর বোর্ডে।
পরবর্তীতে এই ছবিগুলির সেন্সর এর শংসাপত্রও মিলেছে।
কিন্তু এখন থেকে সেন্সরের শংসাপত্র না পেলে, সংশ্লিষ্ট ছবির পরিচালক-প্রযোজককে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হতে হবে।
কেন্দ্রের এই সিদ্ধান্তে উত্তাল সিনে দুনিয়া।
সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন রিচা চাড্ডা,বিশাল ভরদ্বাজ, হনসল মেহতার মতো তাবড় সিনে ব্যক্তিত্বরা।
ছবি মুক্তির অসুবিধে নিয়ে মামলা শোনার মত পর্যাপ্ত সময় কি হাইকোর্টের আছে- এই নিয়ে চলচ্চিত্র মহলে উঠেছে সমালোচনার ঝড়।
সেক্ষেত্রে হাই কোর্টের দ্বারস্থ হতে গেলে প্রযোজকের উপর বাড়তি চাপ তৈরি হবে। শেষ পর্যন্ত কেন্দ্র ও আদালতের মাঝে ছবি র ভবিষ্যৎ নিয়ে
আগামি দিনে এই সমস্যার সুরাহা আদৌ মিলবে কিনা সেই বিষয়ে আশঙ্কার মেঘ জমছে রূপোলি আকাশে।
More Stories
করোনা ভয়াবহতায় ১৮থেকেই প্রতিষেধক
মুর্শিদাবাদে খুন সিপিআইএম কর্মী
করোনা আক্রান্ত রাহুল গাঁধী