
বিগ বি’র আসন্ন ছবি ‘গুড বাই’ নিয়ে বেশ শোরগোল টিনসেল টাউনে।
এই ছবির বড় চমক নীনা গুপ্তা।
ছবিতে অমিতাভের স্ত্রী হবেন তিনি।
এই প্রথম বিগ বি’র সাথে জুটি বাধছেন নীনা।
কিন্তু এই চরিত্রে হেমা মালিনী বা ডিম্পল কাপাডিয়া কে বাদ দিয়ে হঠাৎ নীনাই বা কেন!
উত্তর দিয়েছে প্রযোজক সংস্থা।
তাদের বক্তব্য,
নীনা গুপ্তার নাম অমিতাভ বচ্চনই পরিচালককে বলেছিলেন।
সুত্রের খবর, অনেক দিন থেকেই নাকি বিগ বি নতুন সহ-অভিনেত্রী খুঁজছিলেন।
গত কয়েক বছরে ডিম্পল কাপাডিয়া, হেমা মালিনী বা জয়া প্রদার সঙ্গে তিনি বেশ কিছ ছবি করে ফেলেছেন সিনিয়র বচ্চন।
তাই, তিনি বেশ কিছুদিন ধরে নতুন সহ-অভিনেত্রী খুঁজছিলেন।
সম্প্রতি তিনি নীনা গুপ্তার ‘বাধাই হো’ দেখেছেন।
এই ছবি দেখেই তিনি নীনা গুপ্তার কথা ছবির পরিচালক বিকাশ বহেলকে জানান।
বিগ বি নিজে তাঁর সঙ্গে অভিনয় করতে চেয়েছেন বলে স্বাভাবিকভাবে খুশি হয়েছেন নীনা।
সেই সঙ্গে নিজের নার্ভাসনেসের কথাও জানান অভিনেত্রী।
২ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘গুড বাই ছবির শুটিং।
এবার অমিতাভের বিপরীতে নীনাকে দর্শক কতটা গ্রহণ করে তার উত্তর মিলবে ছবি রিলিজের পরই।
More Stories
ফের বন্ধ সিনেমাহল, আঘাত বিনোদন জগতে
করোনা ভয়াবহতায় ১৮থেকেই প্রতিষেধক
মুর্শিদাবাদে খুন সিপিআইএম কর্মী