April 20, 2021

দিলীপ ঘোষ এর গাড়ির ওপর হামলার ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল পদ্ম শিবির।

তার আঁচ এসে পড়েছে কলকাতাতেও।

বুধবার রাজ্য বিজেপির সদর দপ্তর থেকে প্রতিবাদ মিছিল করে বিজেপি।

এই প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।

প্রথমে এই প্রতিবাদ মিছিল রাজ্য বিজেপির দপ্তর থেকে ধর্মতলা র ডোরিনা ক্রসিং পর্যন্ত যাওয়ার কথা ছিল।

কিন্তু পরবর্তীতে  সিদ্ধান্ত বদল হয় এবং রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে

ধর্ণায় বসে বিজেপি।

এই প্রতিবাদ কর্মসূচির নেতা সৌমিত্র খাঁ এর দাবি-

অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন গ্রেফতার করা হয়।

এছাড়া রাজ্য বিজেপির তরফে এদিন একটি ডেপুটেশন তথা স্মারকলিপি জমা দেওয়া হয় নির্বাচন কমিশনে।

বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিজেপি।

তবে ইতিমধ্যেই এই ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।