
২১এর বিধান সভা নির্বাচনের চতুর্থ দফার মাঝে মাত্র ২দিনের ব্যবধান।
গত তিন দফাতেই বাংলার বিস্তীর্ণ এলাকা থেকে বার বার হিংসার ঘটনা সামনে এসেছে।
বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছে বোমা।
তেমনভাবেই আজ সকালে আমডাঙার বোদাই পঞ্চায়েত এলাকার
টেঙ্গাটেঙ্গি গ্রামে রাস্তার ধারে ১৪টি তাজা বোমা উদ্ধার করা হয়।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় আমডাঙ্গা থানার পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য আমডাঙ্গার বোদাই পঞ্চায়েত এলাকার টেঙ্গাটেঙ্গি
বিগত কয়েকটি নির্বাচনে বোমাবাজিতে উত্তপ্ত হয়
এবং খবরের শিরোনামে উঠে আসে।
ফের আজকের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
থানার তরফে বোম স্কোয়াডে খবর দেওয়া হলে তারা এসে বোমাগুলোকে নিষ্ক্রিয় করে।
এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
ঘটনাটির তদন্ত করছে পুলিশ।
More Stories
করোনা ভয়াবহতায় ১৮থেকেই প্রতিষেধক
মুর্শিদাবাদে খুন সিপিআইএম কর্মী
করোনা আক্রান্ত রাহুল গাঁধী