April 20, 2021

কোলাসোকে দলে নিয়ে চমক হাবাসের

মরসুমের শুরুতেই বড়সড় চমক দিল হাবাসের দল।

সবুজ-মেরুনে যুক্ত হলেন লিস্টন কোলাসো।

বেশ বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়েই গোয়ার স্ট্রাইকারকে

দলে নিল সবুজ-মেরুন।

আইএসএল এ হায়দ্রাবাদের জার্সিতে দেখা যায় এই তরুন গোয়ার স্ট্রাইকারকে।

ইতিমধ্যেই ১৯ ম্যাচে ২ গোল করার পাশাপাশি ৩টে অ্যাসিস্টও করেন তিনি।

তার পারফরমেন্সে মুগ্ধ হয়ে তাঁকে জাতীয় দলে নেন কোচ ইগর স্টিমাচও।

লিস্টনের উপর নজর পড়ে এটিকে মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসেরও।

অতএব বোঝাই যাচ্ছে যে দরে বেশ উপরের দিকেই ছিলেন লিস্টন।

কোলাসোর উপর নজর ছিল বেশ কিছু আইএসএল ফ্র্যাঞ্চাইজির।

সবাইকে টেক্কা দিয়েই বাজিমাত এটিকে মোহনবাগানের।