
রাজ্যের চতুর্থ দফা নির্বাচনের প্রচার আজ শেষ দিন।
এই শেষ দিনেই বাজিমাত করার জন্য গেরুয়া শিবিের
বেহালাতে মিঠুন চক্রবর্তীর রোড শোয়ের পরিকল্পনা ছিল।
কিন্তু পুলিশের কাছে অনুমতি না মেলায় বাতিল হয়ে গেল বেহালার পূর্ব, পশ্চিমের প্রার্থীদের নিয়ে মিঠুনের রোড শো।
থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রার্থী সহ কর্মী সমর্থকেরা।
বেহালা বিজেপির জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র।
বেহালার পূর্বে বিজেপি তারকা প্রার্থী পায়েল সরকার এবং পশ্চিমে বিজেপি তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
এই দুই সেলেবদের নিয়ে মহাগুরুর বৃহস্পতিবার বেহালার পর্ণশ্রী থেকে নতুন পল্লি পর্যন্ত রোড শো করার কথা ছিল।
কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।
কিন্তু কেন?
বিজেপি ‘সুবিধা’ অ্যাপের মাধ্যমে গতকাল পুলিশের কাছ থেকে অনুমতির আবেদন করেছিল।
তা সত্ত্বেও কেন দেওয়া হল না অনুমতি?
এই ঘটনায় পুলিশ জানায়, মিঠুন চক্রবর্তী এলে প্রচুর জনগনের জমায়েত হত।
যানবাহন আটকে যেত।
ফলে নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়ত।
তাই রোড শোয়ের অনুমতি দেওয়া হয়নি।
এই ঘটনায় বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, “ভয় পেয়ে বাতিল করা হয়েছে আমাদের রোড শো।
এত ভয় কিসের?
আমার দলের কর্মীদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেব ।”
আজকে চতুর্থদফা প্রচারের শেষ লগ্নে বিজেপির এই হাইপ্রোফাইল রোড শো বাতিল,
কি আদৌ প্রভাব ফেলবে বেহালার ভোট ব্যাংকে?
অপেক্ষা শুধু ২ মে-এর।
More Stories
করোনা ভয়াবহতায় ১৮থেকেই প্রতিষেধক
মুর্শিদাবাদে খুন সিপিআইএম কর্মী
করোনা আক্রান্ত রাহুল গাঁধী