
বুধবার ৭ এপ্রিল, আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস।
গোটা বিশ্বজুড়ে পালিত হয় আজকের এই বিশেষ দিনটি।
আর করোনা পরবর্তী সময়ে তো এই দিনটির প্রভাব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশ্ববাসীর কাছে।
সেকারণে, বুধবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে করোনার বাড়বাড়ন্ত প্রতিরোধে দেশবাসীকে
সব ধরণের সতর্কবিধি মেনে চলার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন টুইটবার্তায় প্রধানমন্ত্রী মোদির বার্তা,
‘এই মুহূর্তে আমাদের সকলের আগ্রাধিকার করোনার বিরুদ্ধে লড়াই।
সংক্রমণ প্রতিরোধে সব ধরণের সতর্কতাবিধি মেনে চলুন।
মাস্ক পড়ুন, নিয়মিত হাত পরিষ্কার রাখুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন’।
বিশ্বকে সুরক্ষিত রাখতে যাঁরা দিনে-রাতে অক্লান্ত পরিশ্রম করছেন বিশ্ব স্বাস্থ্য দিবসে
তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন মোদি।
More Stories
অভিনব ভাবনা কমিশনের
বৃষ্টি মাথায় ভোটপঞ্চমী
শেষ মূহুর্তে ব্যস্ততা তুঙ্গে ভোটকর্মীদের