May 8, 2021

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে শাহি স্নান কুম্ভে

করোনাকে  নো  পরোয়া।

শাহি স্নানে পুন্যার্থীর ঢল হরিদ্বারে।

পঞ্জিকা অনুযায়ী,

এবারের কুম্ভমেলায় তিনটি শাহি স্নানের যোগ রয়েছে।

১২ এপ্রিল শাহি স্নানের প্রথমদিনে অংশ নিতে ভিড় জমিয়েছে হাজার হাজার ভক্ত।

করোনা ভীতিকে তোয়াক্কা না করেই মানুষের ঢল নেমেছে হরিদ্বারের ঘাটগুলোতে।

ভোর থেকেই শুরু হয়ে পুন্যস্নান।

যখন দেশে করোনা সংক্রমণ বিদ্যুতের গতিতে বাড়ছে তখন কুম্ভমেলার ভিড় চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য আধিকারিকদের।

ইতিমধ্যে শংকরাচার্য চকের কৃষ্ণ আশ্রমের ৭ জন সন্ন্যাসীর করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।

মেলা কর্তৃপক্ষের মতে,

যথা সম্ভব আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে পুন্যার্থীদের।

কিন্ত এত ভিড়ের জন্য তা করা সম্ভব হয়ে উঠছে না।

উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশ অনুযায়ী,

আরটি-পিসিআর পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এলে তবেই মেলাতে ঢোকার অনুমতি মিলবে।

আর সেই রিপোর্ট ৭ দিনের মধ্যে হতে হবে।

কোভিড-১৯ মহামারির কারণে এ বছর কুম্ভমেলা সাড়ে তিনমাসের বদলে ৩০ দিন ধরে চলবে উত্তরাখণ্ডের হরিদ্বারে।

১লা এপ্রিল থেকে শুরু হয়েছে কুম্ভ মেলা।

আগামি ১২, ১৪, ২৭ এপ্রিল ৩টি শাহি স্নানের যোগ রয়েছে।