May 8, 2021

ষষ্ঠ দফার ভোটের প্রচারে ঝড় তুলতে ফের ময়দানে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

শুক্রবার পাঁচ জায়গায় রোড শো ও সভা করবেন তিনি।

দুপুর ১২ টা ৩৫ মিনিটে কেতুগ্রামে রয়েছে তার প্রথম জনসভা।

এরপর দুপুর ৩ টের থেকে গলসিতে রোড শো।

বিকেল ৫ টায় দমদম উত্তরে রোড শো নাড্ডা।

তার ঠিক পরেই সন্ধে ৬ টা ৫০ মিনিটে বেলেঘাটায় কর্মিসভা করবেন তিনি।

এরপর সাতটা পঁয়তাল্লিশে কাশীপুর-বেলগাছিয়ায় এদিনের মত শেষ কর্মিসভা রয়েছে তাঁর।