May 8, 2021

করোনায় জেরবার বলিউড

 

করোনা আক্রান্ত হলেন অভিনেতা অর্জুন রামপাল।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান এ কথা।

তিনি লেখেন,

“আমি করোনায় আক্রান্ত হয়েছি।

কোভিড সংক্রান্ত যাবতীয় গাইডলাইন মেনে চলছি।

বাড়িতেই রয়েছি।

চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি”।

পাশাপাশি গত ১০ দিনে যারা তাঁর সংস্পর্শে এসেছে তাঁদের সবাইকে সাবধানে থাকার অনুরোধ জানিয়েছেন অভিনেতা।

তবে উপসর্গহীন  তিনি।

বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অর্জুন।

শনিবার অর্জুন ছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন আরও দু’জন অভিনেতা।

সোনু সুদ এবং নীল নিতিন মুকেশ।

নীলের দু’ বছরের মেয়েও করোনায় আক্রান্ত।

মেয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরে কার্যত বিধ্বস্ত তিনি।

সংবাদমাধ্যমকে তিনি জানান,

“নুরভি (নীলের মেয়ে) করোনা আক্রান্ত।

একজন বাবা হিসেবে আমার কাছে এটা মেনে নেওয়া কতটা কঠিন বলুন তো!

ওর প্রথম দুদিন জ্বর ছিল।

সে জন্যই আমরা পরীক্ষা করাই।

এখন একটু ভাল আছে”।

লাগামছাড়া সংক্রমনে উদ্বিগ্ন প্রশাসন।

চিন্তা বাড়িয়েছে কুম্ভের শাহি স্নান।

একের পর এক আক্রান্ত হচ্ছেন বহু তারকা।

এবার তাদের দলে যোগ হলে অর্জুন রামপাল, সোনু সুদ ও নীল নিতিন মুকেশও।