May 8, 2021

পর্দায় ‘খেলাঘর’এ দেব-শ্রাবন্তী

রাজনৈতিক আদর্শে দুজনেই ভিন্ন মেরুর।

সবুজ -গেরুয়ার ময়দান ই জং এ একে অপরের প্রতিপক্ষ।  কিন্তু রূপোলী পর্দায়! এ যেন রং মিলান্তির ছবি।

ছবির নামেও সেই ইঙ্গিত।

দেব-শ্রাবন্তী জুটির সিনেমার নাম ‘খেলাঘর’।

চমকপ্রদ বিষয়, দেব-ই নাকি পরিচালক জুটিকে শ্রাবন্তীর নাম সাজেস্ট করেছিলেন।

আদ্যোপান্ত ফ্যামিলি ড্রামা এই ছবি।

তবে চেনা ছকের বাইরে গিয়ে সম্পর্কের গল্প সাজিয়েছেন লীনা-শৈবাল।

তা কীরকম?

আধুনিক সমাজে নারী-পুরুষের সম্পর্কের ক্রাইসিসের গল্প বলবে ‘খেলাঘর’।

তবে কাস্টিংয়ে দারুণ চমক।

দেব এবং শ্রাবন্তী ছাড়াও এই ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পাওলি দাম।

যিনি কিনা লীনা-শৈবাল পরিচালিত ‘সাঁঝবাতি’তেও দেবের বিপরীতে অভিনয় করেছিলেন।

অন্যদিকে, ‘দুজনে’ সিনেমার দীর্ঘ কয়েক বছর পর শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধবেন দেব।

এই তিনটি চরিত্রের মধ্যেই আবর্তিত হবে সম্পর্কের গল্প।

তাহলে কি এবার ত্রিকোণ প্রেমের গল্প বলবেন লীনা-শৈবাল পরিচালক জুটি?

তা অবশ্য এখনই ভাঙতে নারাজ তাঁরা।