May 8, 2021

ষষ্ঠ দফা ভোটের আগে অব্যাহত হিংসার ঘটনা।

খড়দহ বিধানসভার অন্তর্গত পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঘন্টা পুকুর এলাকায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে।

দুষ্কৃতীরা বাইকে করে এসে পরপর ছয়টি বোমা ছুঁড়লে  তার মধ্যে তিনটি বোমা ফাটে।

বাকি পড়ে থাকা বোমা-গুলি রহড়া থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় ।এই ঘটনার পরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর এলাকায় কাসেমপুর গ্রাম পঞ্চায়েতের ১৯৪ নং বুথ এলাকার

বিজেপি কর্মী অনন্ত দেব চ্যাটার্জির ও লিটন কুমার বোসের বাড়িতে রাত দুটোর সময় বোমাবাজি করা হয় ।

বোমার ঘায়ে ভেঙেছে বাড়ির জানলার কাঁচ । কে বা কারা এই বোমাবাজি করেছে তদন্তে দত্তপুকুর থানার পুলিশ ।

এই বোমাবাজির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

অভিযোগ সোমবার সন্ধে থেকে বহিরাগত যুবকদের আনাগোনা ছিল এলাকায় ।

এই বিষয় নিয়ে পুলিশকে একাধিকবার অনন্ত বাবু ফোন করেন।

কিন্তু তার পরেও পুলিশ কোনরকম পদক্ষেপ নেয় নি । যার ফলে এ ধরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ ।