May 8, 2021

ফের বন্ধ সিনেমাহল, আঘাত বিনোদন জগতে

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে রীতিমত কাবু রাজ্যবাসী। প্রতিদিন হু-হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।

ইতিমধ্যেই মৃতের সংখ্যাও ভাঁজ ফেলেছে স্বাস্থ্য দপ্তরের কপালে।

পরিস্থিতি এতটাই সঙ্গীন যে দেশের একাধিক রাজ্যে জারি হয়েছে লকডাউন এবং নাইট কারফিউ।

এমতাবস্থায় দর্শকরাও যে সিনেমাহলমুখো হবেন না, সেটাই স্বাভাবিক।অতএব প্রযোজকের লক্ষ্মীর ভাঁড়ারেও টান পড়বে তা তো জানা কথা।

মাঝে কিছুদিন সিনেমাহল খুললেও আবার মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিন সিনেমাহলগুলির ঝাঁপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা।

এত কম সংখ্যক দর্শক নিয়ে কীভাবে চলবে হল? রক্ষণাবেক্ষণের খরচও তো জুটবে না! লোকসানের চিন্তায় কপালে ভাঁজ সিনেমাহল কর্তৃপক্ষদের।

সেইমত,মঙ্গলবার থেকেই বেশকিছু মাল্টিপ্লেক্স বন্ধ হয়ে গিয়েছে। আগামি শুক্রবার থেকে বন্ধ হচ্ছে সিঙ্গল স্ক্রিন সিনেমাহলগুলো। তবে রাজ্যে এখনই

লকডাউন না হলেও বা কোনও সরকারি নির্দেশ না এলেও শুধুমাত্র বিপুল লোকসানের ভয়েই হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালিকপক্ষরা।

অন্যদিকে, টলিউডের বেশ কিছু বিগ বাজেটের ছবিও মুক্তির অপেক্ষায়। তার মধ্যে হল বন্ধের সিদ্ধান্ত নিঃসন্দেহে কপালে ভাজ ফেলেছে প্রযোজকদের।

যাঁরা গত লকডাউনের সময় এবছর মুক্তির অপেক্ষায় দিন গুনছিলেন, তাঁরাও এখন রীতিমতো উদ্বিগ্ন।

কেউ বা আবার এমন অতিমারী পরিস্থিতিতে সাহস করে নতুন কাজে হাতও দিতে পারছেন না।

পাছে, মাঝপথে শুটিং বন্ধ হয়ে আবার না লোকসানের মুখ দেখতে হয়।

এককথায় করোনার কল্যাণে গত বছরের মতোন এবছরও প্রযোজক থেকে অভিনেতা বা টেকনিশিয়ানদের কপালে ভাঁড়ে মা ভবানী।