May 8, 2021

অস্কারে বাজিমাত করল ‘নোম্যাডল্যান্ড’

বাফটা, গোল্ডেন গ্লোবের পর এবার অস্কারের মঞ্চ জয় করলো ‘নোম্যাডল্যান্ড’।

নক্ষত্রখচিত ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা পরিচালকের শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করলেন

ছবির পরিচালক ক্লোয়ি ঝাও।

প্রথমবার কোনও এশিয়ার মহিলা হিসেবে সেরা পরিচালকের সম্মান জিতে নিলেন তিনি।

শ্রেষ্ঠ ছবির পুরস্কার জিতে নেয়  ‘নোম্যাডল্যান্ড’।

সেরা ছবি ও শ্রেষ্ঠ পরিচালকই নয় শুধু সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেয় এই ছবির ফ্রান্সেন ম্যাকডরম্যাড।

সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন দ্য ফাদার-এর জন্য হলিউড অভিনেতা অ্যান্টনি হপকিন্স

এছাড়াও এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে সাউন্ড অব মেটাল ও ম্যাঙ্ক ছবি দুটি ২টি করে পুরস্কার জিতে নেয়।

শ্রেষ্ঠ প্রোডাকশান ডিজাইন ও সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতে নেয় ম্যাঙ্ক ।

অপরদিকে , শ্রেষ্ঠ শব্দ প্রক্ষেপণ ও ফিল্ম এডিটিংয়ের পুরস্কার ছিনিয়ে নেয় সাউন্ড অব মেটাল।

৯৩তম অস্কারের মঞ্চে ভারতীয়দের প্রাপ্তি সেরকম কিছু না থাকলেও দুই ভারতীয় ফিল্মি ব্যক্তিত্বকে মরণোত্তর সম্মান জানানো হয়।

এ দিন অস্কারের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে স্মরণ করা হয় প্রয়াত অভিনেতা ইরফান খানকেও। ওই বিভাগে ভারতের প্রথম অস্কার বিজেতা ফ্যাশন

ডিজাইনার ভানু আথাইয়াওকেও স্মরণ করা হয়।

ইরফান যেমন স্লামডগ মিলিয়নিয়ারের বেশকিছু হলিউড প্রজেক্টে সুনামের সঙ্গে কাজ করেছেন তেমনি রিচার্ড অ্যাটেনবোরোর সিনেমা

‘গান্ধী’-তে ড্রেস ডিজাইনিংয়ের জন্য

শ্রেষ্ঠ ফ্যাশন ডিজাইনার হিসেবে অস্কার জিতে নিয়েছিলেন প্রয়াত ভানু আথাইয়া।