May 8, 2021

ভোট দিলেন মিঠুন

রাজ্যের বিধানসভা নির্বাচনের শেষ ও  অষ্টম দফায় ভোট দিলেন সদ্য  বিজেপিতে যোগ দেওয়া বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী ।

বৃহস্পতিবার  কাশিপুর বেলগাছিয়া কেন্দ্র এর 247 নম্বর বুথে ভোট দিতে সকালেই পৌছে যান অভিনেতা মিঠুন । সঙ্গে নিরাপত্তা কর্মীরা ঘিরে

রাখলেও ,  ভক্তদের ভিড় ছিল না চোখে পরার মতো। 247 নম্বর বুথের শুভক্ষণ নামের একটি  বাড়িটিতে নির্বাচনী কেন্দ্র হওয়ায় সেখানেই

ভোট দিতে আসলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।