June 24, 2021

ঝড়ের আগেই সুন্দরবনে জলের মেশিন

জলের পাউচ তৈরির মেশিন ইতিমধ্যেই পৌছে গেল বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ সন্দেশখালি ব্লকে ।

৪৮ ঘন্টা আগেই দীপ অঞ্চলে পৌঁছে গেছে ওই  ওয়াটার ভেন্ডিং কার। সেখানে সোমবার সকাল থেকেই জলের পাউস তৈরির কাজ চলেছে  ।

কারণ বিপর্যয় এর পরে সবচেয়ে বড়  সমস্যা   বিশুদ্ধ পানীয় জল ও শুকনো খাবারের অভাব ।

ঝড় পরবর্তীকালে শুদ্ধ পানিয় জল ও শুকনো খাবারের জন্য মানুষের হাহাকার বাড়ে । তাই কোনোরকম ঝুকি নিতে চায় না রাজ্যসরকার ।

ফলে  আগাম পরিষেবা দেওয়া শুরু করলো রাজ্য প্রশাসন। ঝড় পরবর্তী সময়ে   জল দূষণের পর ডায়রিয়ার প্রকোপ দেখা দিতে পারে।

সুন্দরবনের বিস্তীর্ণ দুর্গত অঞ্চলে মানুষের। দ্বীপ এলাকায় যেখানে সঠিক পাইপ লাইন না থাকায় ঝড়  পরবর্তী সময়ে শুদ্ধ পানিয় জল থেকে

বঞ্চিত হন একাধিক মানুষ । ফলে এই  পাউচ তৈরির মেশিন আপাত বিপদ থেকে স্বস্তি দিতে পারে মানুষকে  ।

তাদের কাছে বিশুদ্ধ জল পাওয়া বড় পাওনা পাশাপাশি পঞ্চায়েতের তরফ থেকে শুকনো খাবার, বাচ্চাদের দুধ, বিস্কু্‌ট দেয়া শুরু করেছে

পঞ্চায়েতের সদস্যরা ।