করোনার জেরে খবর শিরোনামে পৌছেছিল মহারাষ্ট্র । সে মহারাষ্ট্র এখন সম্পুর্ণ টীকাকরন শেষ করেছে এমনটাই জানিয়ে দিল মহারাষ্ট্র সরকার। গোটা রাজ্য এখন পুরোপুরি ভ্যাক্সিনেটেড। মঙ্গলবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেকথা ঘোষনাও করা হল।
দেশের অন্যান্য রাজ্যের থেকে যে স্বাস্থ্য সুরক্ষা ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে বুঝিয়ে দিল তারা।
মহারাষ্ট্রের তিন কোটি নাগরিকের টীকা করন শেষ করার পরেও টীকাকরনের কাজ বন্ধের কোনো প্রশ্নই নেই। বরং আরো জোরদার করা হবে ওই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাজে।
তবে এর পাশাপাশি মঙ্গলবার মহারাষ্ট্রে নতুন করে ১২০১ জনের করোনায় আক্রান্তের খবর মিলেছে।রাজ্যে ১,৪০,০৬০ জনের মৃত্যুর খতিয়ান থাকলেও ফের ৩২ জনের ফের মৃত্যুর খবর মিলছে।
তবে সুখবর ইতিমধ্যে গত ২৪ ঘন্টায় ১৩৭০ জন রোগি করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
এদিকে গোটা দেশ জুড়ে ১০৩ কোটির টীকা করনের কাজ সম্পন্ন হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। মঙ্গল বার সন্ধ্যা ৭ টা অব্ধি পাওয়া তথ্য অনুযায়ী ওই দিন ৫১ লক্ষেরও বেশি মানুষের টীকা করন করা হয়েছে।