ভারতে আসতে চলেছে নতুন ৫g মোবাইল ।বাজারে আসছে ওয়ানপ্লাস নর্ড ২। 22 জুলাই লঞ্চ হবে
এই নতুন ওয়ানপ্লাস এর মোবাইলটি ।ভারত ও ইউরোপ এর বাজারে পাওয়া যাবে এই যন্ত্র।
ফোন টি ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়া তে তালিকাভুক্ত হয়েছে।
আগামী ২৬ এবং ২৭ এ জুলাই নির্ধারিত অ্যামাজন প্রাইম ডে সেল থাকবে ওই ই-কমার্স ওয়েবসাইট এ তে ।
সেই সময় থেকেই এই ফোন ভারতে বিক্রি হওয়া শুরু হতে পারে।
কোম্পানির প্রধান, একটি টুইট এর মাধ্যমে বলেন, “ওয়ানপ্লাস নর্ড 2, 5 জি এর জন্য প্রস্তুত তো ?
কারণ এটি ২২এ জুলাই আসছে এবং আপনাদের চাওয়ার মতন সব কিছুই থাকবে এই ফোন এ তে । “
ওয়ানপ্লাস ইন্ডিয়া এই ফোন এর জন্যে সাম্প্রতিক একটি টিজার ভিডিও ও আপলোড করে।
একটি টুইট এর মাধ্যমে সংস্থাটি বলে যে ২২এ জুলাই গ্রাহকদের কাছে আসতে চলা এই ডিভাইসের
দ্রুততা এবং মসৃণতা এক নজির তৈরি করবে ।
সংস্থাটি সাম্প্রতিক একটি ব্লগ পোস্ট করে জানায় যে নতুন নর্ড 2, 5 জি মিডিয়াটেক ডাইমেনসিটি
১২০০এস.ও.সি দ্বারা চালিত হবে। এই গুজব বহু দিন ধরেই শোনা গেলেও এই প্রথম তা নিশ্চিত করা হয় কোম্পানির পক্ষ থেকে।
এটি মিডিয়াটেক চিপসেট ব্যবহারকারী প্রথম ওয়ানপ্লাস ডিভাইস হতে চলেছে।
এখনও অবধি ওয়ানপ্লাস ধারাবাহিকভাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট কেই তাদের ফোনগুলি তে ব্যবহার করে এসেছে।
সাম্প্রতিক আরেকটি ব্লগ এ তে তারা বলেছে যে নর্ড ২ তার আগের ভার্সন এর থেকে সব দিক দিয়ে
বেশি “up gradation ” থাকবে। তারা বলে যে এই ডিভাইসটির ব্যাটারী,ক্যামেরার কর্মক্ষতা এবং চার্জিং সবই নোর্ড
এর আগের ভার্সন এর থেকে ভালো হবে।
মোবাইল প্রযুক্তির জগৎ নিয়ে চর্চা করা বহু ব্যক্তি ইতিমধ্যেই নর্ড ২ এর বৈশিষ্ট অনুমান করতে শুরু করে দিয়েছেন। ইন্টারনেটে চলতি
গুজব অনুযায়ী এই ফোন টি তে ট্রিপল ক্যামেরা সেটআপ এর অন্তর্গত একটি ৫০ মেগা পিক্সেল ক্যামেরা থাকার ও জল্পনা চলছে।
ফুল HD + এমোলেড প্যানেল স্ক্রিন থাকারও বাস্তবতা নিয়ে এখন ভাবছে নেট পাড়ার বহু বাসিন্দারা।
ইতিমধ্যেই দেশজুড়ে বিশাল সারা ফেলেছে নর্ড ২,৫G ফোন।এই ফোন এর বাজারে মুক্তির অপেক্ষায় দিন গুনছেন বহু মানুষ।
গ্রাহক দেড় হাতে আসার পর ঠিক কতটা মন জয় করতে পারে এই সারা ফেলে দেওয়া যন্ত্রটি
সেদিকেই তাকিয়ে নয়া জেনারেশন।