জেল থেকে বেরিয়েই বদলা নিল অভিযুক্ত।
যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ছিল সে।
তিন বছর জেল খাটার পর জেল থেকে বেরিয়ে নির্যাতিতার বাবাকে গুলি করে খুন করল অভিযুক্ত।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাসে।
ঘটনায় যথেষ্ট চিন্তিত প্রশাসনিক মহল।
সালটা ছিল ২০১৮।
হাথরাস গ্রামেরই এক তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল গৌরব শর্মা নামে এক যুবকের বিরুদ্ধে।
এই ঘটনায় পুলিশ গ্রেফতার করে গৌরবকে।
আদালত সশ্রম কারাদণ্ড দেয় তাকে।
গতকাল অর্থাৎ সোমবার আদালত থেকে জামিন পেয়ে সোজা চলে যায় নির্যাতিতার বাড়িতে।
নির্যাতিতার বাড়িতে গিয়ে তার বাবার সাথে শুরু হয় ঝামেলা।
কথা-কাটাকাটির সময় হঠাৎ করে গুলি চালাতে শুরু করে গৌরব।
রক্তাক্ত অবস্থায় নির্যাতিতার বাবা লুটিয়ে পড়েন মাটিতে।
তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছে গৌরব শর্মা।
নির্যাতিতা তরুণীর পরিবারের তরফ থেকে গৌরবের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, হাথরাসে দলিত তরুণী ধর্ষণের ঘটনার তদন্ত করছে সিবিআই।
দলিত তরুণী ধর্ষণের ঘটনায় অভিযোগ ওঠেছে চার যুবকের বিরুদ্ধে।
কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হয় নির্যাতিতা তরুনীর।
মৃতদেহ বাড়ির লোকের হাতে তুলে না দিয়ে পুলিশ জোর করে রাতের অন্ধকারে পুড়িয়ে দেয়।
তাই নিয়েই তৈরি হয় উত্তেজনা।
ঘটনার উঠে আসে বিভিন্ন তথ্য।
তদন্ত করছে সিবিআই।
অভিযুক্ত চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই।