Home AGRICULTURE ফের ঘূর্ণিঝড় ডিসেম্বরের শুরুতেই !

ফের ঘূর্ণিঝড় ডিসেম্বরের শুরুতেই !

161
0

ফের ঘুর্ণি ঝড়ের আশঙ্কার কথা শোনাচ্ছে দেশের আবহাওয়া দপ্তর।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) র দেওয়া তথ্য অনুযায়ী

আগামী  ২৯শে নভেম্বরের দিকে দক্ষিণ আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরে

একটি নিম্নচাপ তৈরি হতে পারে।

 

আর সেই নিম্নচাপ  ডিসেম্বরের প্রথম সপ্তাহেই  একটি ঘূর্ণিঝড়ে  পরিণত হতেই  পারে‌।আর

তার প্রভাব পড়তে পারে  বাংলা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং দেশের  পশ্চিমাঞ্চল এর ওপর।

 

আইএমডি অনুসারে সম্ভাব্য নিম্নচাপ ব্যবস্থাটি আরও বেশি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত

হওয়ার কথা।  এটি তৈরি হওয়ার 48 ঘন্টার মধ্যে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে

পারে।

ফলস্বরূপ, 30 নভেম্বর এবং 1 ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্ন , ভারি

বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। 29 নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে,

30 নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর,

এবং দক্ষিণ-পূর্ব সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে বইবে ঝোড়ো হাওয়া ।

আবহাওয়া দপ্তরের তথ্যে প্রকাশিত  40-50 দমকা হাওয়া  থেকে 60 কিলোমিটার প্রতি

ঘণ্টায় সর্বোচ্চ  একটানা বাতাসের গতিবেগ থাকতে পারে সমূদ্র উপকূল ও পার্শ্ববর্তী অঞ্চলে।

Previous articleসৎকারের পথেই দুর্ঘটনা , মৃত ১৮ নদীয়ায়
Next articleশোকস্তব্ধ বাগদা,ফিরবে না ওরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here