Home NATIONAL ফের ভূমিকম্প দেশজুড়ে

ফের ভূমিকম্প দেশজুড়ে

3
0

সোমবার  সকালেই  ফের কেঁপে উঠলো দেশের রাজধানী।

২৫এ জুলাই এর ভোরে ঝাকুনি অনুভব করা যায় দিল্লি ও এন.সি.আর সংলগ্ন একাধিক জায়গায়।

 

এই ভূমিকম্পের কথা সবার আগে জানায় সংবাদ সংস্থা  এ.এন.আই।একটি টুইট এর মাধ্যমে তারা এই খবর জানান।

 

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) এর কথা অনুযায়ী সোমবার  সকাল ৬টা বেজে ৪২ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়।

 

এই ঘটনার পরে বেশ কিছুক্ষনের জন্যে ভূমিকম্প অনুযায়ী নিয়ন্ত্রিত গতি তে চলে দিল্লি মেট্রো,পরে যদিও তা স্বাভাবিক হয় যায়।

 

এছাড়াও, রবিবার দিন সন্ধে ৮টা বেজে ৩০ মিনিটের কাছাকাছি উত্তর-পূর্ব ভারতের সিকিম রাজ্যে প্রায় ৪ ম্যাগ্নিটুড এর এক ভূমিকম্প হয়।

 

এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিম এর রাজধানী গ্যাংটক এর থেকে ১১ কিমি দূরে।

 

সোমবার সকালে হায়দরাবাদের কাছেও ৪ ম্যাগ্নিটুডের একটি ভূমিকম্পের খবর পাওয়া যায়। 

 

ভারতের সিজমোলজির জাতীয় কেন্দ্র- এর দেয়া বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল হায়দরাবাদ থেকে ১৫ কিমি দক্ষিণে ছিল ।

 

ভোর ৫টা নাগাদ এই ঘটনা টি ঘটে বলে জানা যাচ্ছে।

 

এই ৩টি ঘটনা তেই প্রাণ বা সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

৩ সপ্তাহ আগেও এই একরকম ঘটনার সম্মুখীন হয় ভারতীয় উপমহাদেশ।

সেই সময়ও আনুমানিক ৪৮ ঘন্টা সময় এর ভেতর কেঁপে উঠেছিল মহাদেশ এর একাধিক অংশ।

 

এইরকম ঘটনার পুনরাবৃত্তি জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনা বাড়ানোর জন্য যেন এক স্পষ্ট ইঙ্গিত।

পরিবেশ রক্ষার  শিক্ষা এখনো  না নিতে পারলে  আগামী দিনে যে বড় সড় প্রাকৃতিক বিপর্যয় আঘাত হানবে তা বলার অপেক্ষা রাখে না।  

Previous articleদেখার গল্প (পঞ্চম পর্ব)
Next articleTransgender দের পাশে কিড সেন্টার