স্টাফ রিপোর্টার, হাওড়া : ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের ধর্না প্রদর্শন হাওড়া স্টেশনে। কয়েক দফা দাবিতে হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের সামনে ধর্না মঞ্চ করে চলল বিক্ষোভ। কয়েক দফা দাবিতে হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের সামনে ধর্না মঞ্চ করে প্রতিবাদে সোচ্চার হলো ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস।
মঙ্গলবার সকাল থেকে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের উদ্যোগে হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের সামনে ধর্না মঞ্চ করে বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করা হয়। এদের দাবি ছিল, এনপিএস বাতিল করতে হবে। আউট সোর্স বাতিল করতে হবে। বকেয়া ডিএ এরিয়া দিতে হবে। ৪৩ হাজার ৬০০ বেসিকের কর্মচারীদের নাইট ডিউটি অবিলম্বে চালু করতে হবে। নিউ পেনশন স্কিম বন্ধ করে ওল্ড পেনশন স্কিম চালু করতে হবে। শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে।
ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের তরফ থেকে এদিন ধর্না মঞ্চে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। এদের অভিযোগ, রেলের চালক এবং গার্ড, তাঁরা ট্রেন নিয়ে যতদূর রান করেন, প্রতি মাসে সেটি যত কিমি. হয় তার উপরেও একটা বেতন হয়ে থাকে। সেটি হাওড়া ডিভিশন এবার বন্ধ করে দিতে চলেছে। এর প্রতিবাদেও আন্দোলন বিক্ষোভ চলছে বলে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে। এদিন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের তরফ থেকে পরে ডিআরএম অফিসে ডেপুটেশন দেওয়া হয়।