বিজেপি নেতা তথা বিধায়ক সব্যসাচী দত্তকে নিগ্রহের প্রতিবাদে মঙ্গলবার হাজরার মোড়ে বিক্ষোভ দেখায় দলের মহিলা মোর্চা। দলের নেতৃত্ব দেন মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল । বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে অগ্নিমিত্রা পাল সহ মোট ৩৯ জন কে আটক করে পুলিশ। বুধবার গ্রেফতারের বিষয়টি নিয়ে পুলিশের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দেন অগ্নিমিত্রা পাল।
সূত্রের খবর মঙ্গলবার বেলা তিনটের পর মহিলা মোর্চার সমর্থকেরা জমায়েত হন হাজরায়। সব্যসাচী দত্তকে নিগ্রহের প্রদিবাদের পোস্টারও তাদের সঙ্গে ছিল। এইসময় পুলিশ তাদের বিক্ষোভ তুলে নেবার অনুরোধ জানায়।কিন্তু পুলিশের কথা না মানায় শুরু হয় ধস্তাধস্তি। যার জেরে আটক হন মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল সহ মোট ৩৯ জন ।যদিও সভানেত্রীর অভিযোগ ” আমরা সুরক্ষা বিধি মেনে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম । কিন্তু পুলিশ এসে আমাদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলে লালবাজার থানায় নিয়ে আসে। বেপরোয়া টানাটানিতে আমাদের কয়েক জন আহত হয়েছেন । বিক্ষোভকারী কয়েকজনের কাপড় চটিও ছিঁড়ে যায়। “