Home ENTERTAINMENT রাখিবন্ধন উপলক্ষে কলম ধরলেন বিগ-বি

রাখিবন্ধন উপলক্ষে কলম ধরলেন বিগ-বি

140
0

সুরজিৎ দাস : রাখিবন্ধন উপলক্ষে এবার কলম তুলে নিলেন অমিতাভ বচ্চন।

এদিন ভাই বোনের সম্পর্ক কে নিয়ে চমৎকার কিছু লাইন লিখলেন বিগ-বি।

সাথে বচ্চন পরিবারের তিন প্রজন্মের কিছু ফটোও শেয়ার করলেন সোশ্যাল নেটওয়ার্ক এ।

একটি ফটো কোলাজে বিগ-বি ও তার বোন এর ছবির সাথে অভিষেক বচ্চন ও শ্বেতা নন্দ এবং অগস্ত্য নন্দ ও আরাধ্যা বচ্চনের ছবি পোস্ট করেন তিনি।

এর পাশাপাশি ভাই বোনের সম্পর্ক কে নিয়ে একটি সুন্দর ক্যাপশন দেন অমিতাভ বচ্চন।

Previous articleবন্ধুদের প্রতি ভালোবাসার প্রকাশ আয়ুষ্মানের
Next articleকরোনায় আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কন্যা