সুরজিৎ দাস : রাখিবন্ধন উপলক্ষে এবার কলম তুলে নিলেন অমিতাভ বচ্চন।
এদিন ভাই বোনের সম্পর্ক কে নিয়ে চমৎকার কিছু লাইন লিখলেন বিগ-বি।
সাথে বচ্চন পরিবারের তিন প্রজন্মের কিছু ফটোও শেয়ার করলেন সোশ্যাল নেটওয়ার্ক এ।
একটি ফটো কোলাজে বিগ-বি ও তার বোন এর ছবির সাথে অভিষেক বচ্চন ও শ্বেতা নন্দ এবং অগস্ত্য নন্দ ও আরাধ্যা বচ্চনের ছবি পোস্ট করেন তিনি।
এর পাশাপাশি ভাই বোনের সম্পর্ক কে নিয়ে একটি সুন্দর ক্যাপশন দেন অমিতাভ বচ্চন।