স্টাফ রিপোর্টার, কলকাতা : বুকে ব্যাথা নিয়ে ফের একবার হাসপাতালে ভর্তি হলেন তৃনমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডল। তবে এবার এসএসকেএম নয়, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
সূত্রের খবর অনুযায়ী, আপাতত কলকাতার চিনার পার্কের ফ্ল্যাটেই থাকছেন অনুব্রত। বুধবার রাতে হঠাত বুকে ব্যাথা অনুভব করায় চিকিৎসকদের পরামর্শে বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৪ ঘণ্টা ধরে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসেই গরু পাচার মামলায় অনুব্রতকে তলব করে সিবিআই। সেসময় ১৬ দিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন অনুব্রত। বাড়ি ফেরার পরেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এমনকি সিবাআই চিঠি পাঠিয়ে তিনি ২১ মে’র আগে তলব না করার অনুরোধ করেছেন, এমনকি সিবিআই চাইলে তার নিজাম প্যালেসের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানিয়েছিলেন কেষ্টা।