Home ENTERTAINMENT প্রেমিকাকে নিয়ে বিরুপ মন্তব্য অনুপ জালোটার

প্রেমিকাকে নিয়ে বিরুপ মন্তব্য অনুপ জালোটার

14
0

যদি তার বয়স কম হত তাহলেও তিনি জাসলিনকে বিয়ে করতেন না।

জাসলিনকে নিয়ে সংবাদমাধ্যমে এমনই মন্তব্য করলেন অনুপ জালোটা।

বলিপাড়ার অন্যতম চর্চিত ও বিতর্কিত জুটি অনুপ জালোটা ও জাসলিন মাথারু।

বিগ বস ১২ য়ের সেটে তাদের সম্পর্ক প্রথমবার সকলের সম্মুখে প্রকাশ করেন এই জুটি।

যদিও বিগ বস থেকে আউট হয়ে বাইরে বেড়িয়ে অনুপ জালোটা এই সম্পর্ক মানতে নারাজ ছিলেন।

কিন্তু জাসলিন এর মুখে শোনা যায় তাদের ভালোবাসার কথা।

তবে বিগ বস থেকে জাসলিন আউট হয়ে যাওয়ার পরে জাসলিন ও অনুপের এই সম্পর্কের রেশ কিছুটা ফিকে হয়ে আসে। 

তবে সম্প্রতি জাসলিনের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে আবার এই সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় ভক্তদের মনে।

সোশ্যাল মিডিয়া পোস্টটিটে দেখা যাচ্ছে অনুপ ও জাসলিন বিয়ের সাজে একই ছবিতে ফ্রেম শেয়ার করছেন।

এই পোস্ট নিয়েই জল্পনা তুঙ্গে ওঠে।

অনেকে তাদের শুভেচ্ছাও জানিয়েছেন বিয়ের জন্য।

তবে এই পুরো বিষয়টিই যে ভুল পথে পরিচালিত হচ্ছে তা স্পষ্ট করে দিলেন ভজন শিল্পি অনুপ জালোটা।

তিনি জানান, এটি শুধুমাত্রই একটি সিনেমার শুটিংয়ের জন্য তোলা ছবি।

সিনেমাটির নাম ‘ও মেরি স্টুডেন্ট হ্যে”।

এছাড়াও তিনি বলেন, “আমার বয়স যদি ৩৫ বছরও হতো তাহলেও আমি জাসলিনয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম না। কারণ জাসলিনের আধুনিক পোশাক শৈলি আমাদের পরিবারের সস্কৃতির বিপরীত”।

তবে এই মন্তব্য নিয়ে আবার নয়া কি বিতর্ক তৈরি হয় তাই এখন দেখার।

Previous articleঅনলাইন ক্লাস কলকাতার পুরোহিতদেরও
Next articleফের প্রানের পরশ শহরের প্রাণকেন্দ্র একাদেমিতে !