Home ENTERTAINMENT পরিবারকেই কাস্ট করতে চান অনুরাগ কাশ্যপ

পরিবারকেই কাস্ট করতে চান অনুরাগ কাশ্যপ

27
0

কুনাল বোস : বর্তমানে বলিউডের প্রায় সব তারকারই স্বজনপোষণ নিয়ে মুখ খুলছেন ।

ঠিক সেসময় পরিচালক অনুরাগ কাশ্যপও স্বজনপোষণের বিরুদ্ধে গিয়ে মুখ খুলেছেন ।

তিনি বর্তমানে তার মেয়ে আলিয়াকে বলিউড সিনেমায় নামার কথা বলেছেন ।

একটি সংবাদ চ্যানেলে অনুরাগ কাশ্যপকে বলতে শোনা গেছে,

তার মেয়ে একজন প্রাপ্ত বয়স্কা ।

সে নিজের পথ নিজেই বেছে নিতে পারবে ।

তবে তাকে অবশ্যই প্রথমে পড়াশোনা করতে হবে ।

তার মেয়ে নিশ্চয়ই একদিন সকালবেলা ঘুম থেকে উঠেই তারকা হয়ে যাবে না ।

যদি তার মেয়ে সত্যি সিনেমার জগতে আসতে চায় তাহলে তাকে কঠিন পরিশ্রম করতে হবে ।

তাকে প্রথমে অডিশন দিতে হবে এবং অডিশনে সকলের মন জয় করতে হবে ।

তাহলেই তাকে সিনেমায় আনা যাবে।

তবে অনুরাগ কাশ্যপ এর পাশাপাশি বলেছেন,

ভবিষ্যতে তার মেয়েকে নিয়ে তিনি একটি সিনেমা বানানোর কথা ভাবছেন ।

Previous articleভুবনেশ্বরে শুরু হল কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল
Next articleকানাডায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা!