দেশের গ্রামীন অর্থনীতিতে কৃষি বিকাশের পাশাপাশি মাছ চাষ ও জলজ সংক্রান্ত বিভিন্ন কর্মকান্ডের ব্যপ্তি ঘটুক।সেই লক্ষ্যেই দেশের সরকার একাধিক পদক্ষেপ গ্রহন করেছে।এর মধ্যে যেমন আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ ও তার প্রশিক্ষন।তেমন ই দেশের অনগ্রসর জাতি উপজাতি যুবক যুবতীদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা ও মাছ চাষে উৎসাহ প্রদান ও বিভিন্ন সরকারি আর্থিক অনুদান।
সদ্য বাঁকুড়া জেলার শুশুনিয়া গ্রামের কম্যুনিটি সেন্টারে একদিনের এক কর্মশালা ও মৎস্য চাষের প্রশিক্ষন শিবিরের আয়োজন ও ব্যবস্থাপনা করে aquadoctorsolutions আর Aqua One Center কলকাতা।ভারত সরকারের অধীনস্ত NFDB (জাতীয় মৎস্য উন্নয়ন পর্ষদ) ও MANAGE (National Institute Of Agricultural Extension Management)এর উদ্যোগে সেই কর্মশালা ও প্রশিক্ষন শিবিরে ৮০ জনের বেশি জনজাতি গোষ্ঠির যুবক যুবতী অংশ নেয়।শুধু অংশ গ্রহনই নয় , বিনামূল্যে তাদের হাতে কলমে মাছ চাষের পদ্ধতি শিখিয়ে দিলেন বিশিষ্ট মৎস্য বিশেষজ্ঞ ও aquadoctorsolutions এর কর্ণধার দেবতনু বর্মন ও সংস্থার কোঅর্ডিনেটর অমিত বেরা সহ বিশিষ্টরা।
ভারত সরকারের PMMSY SCHEME এর সার্বিক সহযোগিতায় এমন ধরনের কর্মশালা ও প্রশিক্ষন শিবির যে গ্রামীন অর্থনীতিতে আলাদা মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য।