Home KOLKATA_METRO বিরিয়ানির দোকানে গুলি – গ্রেফতার এক

বিরিয়ানির দোকানে গুলি – গ্রেফতার এক

141
0

স্টাফ রিপোর্টার, বারাকপুর :  বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ অভিষেক ঝাঁ নামে এক ব্যক্তি কে গ্রেফতার করেছে। যে তিনজন মোটরসাইকেল করে এসেছিল সেই তিনজনের মধ্যে ধৃত যুবক একজন বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে।

পুলিশ সূত্রের খবর অভিষেক ঝা এর ভাই অনীশ ঝা এই গুলির ঘটনায় সড়াসড়ি যুক্ত। অভিষেকের মোবাইল ফোনের সুত্র ধরেই অনিশের খোঁজে  তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিষেকের মোবাইল থেকে কিছু তথ্য সংগ্রহ করেছে তদন্তকারি অফিসাররা। ধৃতকে বারাকপুর আদালতে পাঠানো হলে আদালত অভিষেক ঝাকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া।

উল্লেখ্য, বুধবার ব্যারাকপুরে বিরিয়ানি দোকানের সামনে আচমকা গুলি চালায় কিছু দুষ্কৃতি। যদিও কি কারনে ভরদুপুরে গুলি চলল তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। বিরিয়ানির দোকানের মালিকের অবশ্য দাবী তার দোকানের পশার কমাতেই কেউ ইচ্ছে করে এই ঘটনা ঘটিয়েছে।

Previous articleপরেশ অধিকারীকে একহাত অশোকের
Next articleবিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ – ভারতের দখলে সোনা