Home NATIONAL খুলে গেলো বদ্রীনাথ মন্দিরের দরজা

খুলে গেলো বদ্রীনাথ মন্দিরের দরজা

125
0

দীর্ঘসময়ে বন্ধ থাকার পর শুক্রবার খুলে গেলো বদ্রীনাথ মন্দির। ভোর 4টে 30 মিনিটে মন্দিরের দরজা খুলে দেন  প্রধান পুরোহিত ভুবনচন্দ্র উনিয়াল। বছর শুরুর প্রথম পুজোয় মন্দির প্রাঙ্গনে হাতে গোনা 28 জন উপস্থিত ছিলেন। এখন থেকে জনাকয়েকের উপস্থিতিতে প্রতিদিনই পুজো হবে বদ্রীনাথ মন্দিরে।

কিন্তু, এই মুহূর্তে কোনো পর্যটক বা ভক্ত ঠাকুর দর্শন বা মন্দিরে ভ্রমণের আদেশ দেওয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারি অনুমতি চাওয়া হবে। সরকার অনুমতি দিলে তবেই জনসাধারনের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দ্বার। উত্তরাখন্ড বদ্রীনাথ মন্দির কমিটির কর্তা ভুবনচন্দ্র উনিয়াল ও ধরম অধিকারী জানিয়েছেন “ভক্তরা মন্দিরে আসতে পারছে না। তার জন্য আমরা খুবই দুঃখিত।

এখানে যারা আসতে পারছেন না তাদের জন্য বা বলা ভালো দেশ ও বিশ্ববাসির জন্য আমরা প্রার্থনা করছি। যাতে এই দুঃসময় কেটে যায় তার জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি”। প্রসঙ্গত, এপ্রিলের 29 তারিখে দীর্ঘ ছয়মাস বন্ধ থাকার পর কেদারনাথ মন্দির খুলে দেওয়া হয়। কিন্তু উভয় মন্দির এই মুহূর্তে জনসাধারণের উদ্দেশ্যে খোলা হবে না।

Previous articleকেবল পরিষেবা স্বাভাবিক হতে কয়েকদিন
Next articleচালু অন্তররাজ্য বাস পরিষেবা