Home BUSINESS বর্ষামঙ্গলেই সুখের চাবি

বর্ষামঙ্গলেই সুখের চাবি

478
0

শ্রাবণের ধারার মতো সুখের খোজ ঝরছে বসাকের ঠিকানায়। মানে বসাক ইন্টেরিয়র্স এই বর্ষাতেই দেখাচ্ছে স্বপ্নের দিশা।

এই তো কদিন আগেই বর্ষামঙ্গল উৎসব এর আয়োজন করলো বসাক ইন্টেরিয়র্স। সেখানে হাজির ছিলেন কবি , সাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক , কলা কুশলীরা। গানে কবিতায় আলোচনায় বর্ষা আর প্রকৃতিকে একেবারে অন্যভাবে পাওয়া সেদিনের প্রিন্সটন ক্লাবের অনুষ্ঠানে।

আর এই বর্ষাতেই আপনার সুখের ঘরের খোজ দিতে ভোলে না বসাক ইন্টেরিয়র্স। তিন কামরার নয়া স্বপ্ন বাড়ির কাজ শেষ করলো ইন্টেরিয়র্স।

আপনার সাধ্যের মধ্যের সেই চোখ ধাঁধানো ঘরের ছবি দেখে আপনার সাধ জাগলে যোগাযোগ করতেই পারেন:

https://basakinteriors.in/

https://www.facebook.com/basakinteriors/

একদিকে একাধিক সামাজিক প্রকল্প, আর সঙ্গে নয়া ডিজাইনের একের পর এক সাফল্য কিভাবে সামলান বসাক ইন্টেরিয়র্স এর কর্ণধার সঞ্জীব বসাক?

উত্তরে একগাল মিষ্টি হাসি। মানুষকে ঠকাবো না। কাজ করতে গেলে ত্রুটি থাকলে তা থেকে শিখে নেওয়া আর এগিয়ে চলা। এটাই বসাক ইন্টেরিয়র্স এর এগিয়ে চলার মূল মন্ত্র। জানালেন সঞ্জীব।