টলিউডের ব্যস্ততম নায়ক সোহম। তিনি আপাতত ব্যস্ত তাঁর নিজের কোম্পানীর ছবি প্রযোজনার কাজে। সোহমস এন্টারটেইনমেন্ট নামের সেই ফিল্মি সংস্থা গাঁটছড়া বাধলো বসাক ইন্টেরিয়র্স এর সঙ্গে।
রাজদীপ ঘোষ এর পরিচালনায় , জিৎ গাঙ্গুলীর সুরে “কলকাতার হ্যারি” এই ছবির সঙ্গে ব্যবসায়ীক ভাবে নিজের নাম জড়িয়ে নিলো বসাক ইন্টেরিয়র্স। তারা এই ছবির associate sponsor । এমন কথাই জানালেন বসাক ইন্টেরিয়র্স এর কর্ণধার সঞ্জীব বসাক।
কলকাতার হ্যারির ট্রেলর মুক্তি পেল সদ্য। সেই ট্রেলার মুক্তির দিন বসেছিলো চাঁদের হাট। নিউটাউন নজ্রুল তীর্থে গিয়েই দেখা হল বসাক ইন্টেরিয়র্স এর কর্ণধার সঞ্জীব বসাকের সঙ্গে।
এমন নতুন ধারার ছবি প্রযোজনার সঙ্গে ব্যবসায়িক ভাবে বসাক ইন্টেরিয়র্স এর গাঁটছড়া বাধায়, বেশ খুশি সঞ্জীব। বলছিলেন চলচ্চিত্রের দুনিয়ায় আগামী দিনে বড় পদক্ষেপই নিতে চলেছে বসাক ইন্টেরিয়র্স