স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি : বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই গরুমারা পর্যটন পর্যটকদের সমাগম। কারণ পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে মোষের গাড়ি চড়ে ওয়াচ টাওয়ার ভ্রমণ।
করোনার বাড়বাড়ন্তের কারণে পর্যটন ব্যবসার হাল রসাতলে চলে গিয়েছিল। পুজোর সময় বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগম লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু এরপর থেকে পর্যটন কেন্দ্রগুলোতে সেই অর্থে পর্যটকের সমাগম দেখা যায়নি। বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ডুয়ার্সের গরুমারা। গরুমারা বরাবরই পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষণীয়। এবার নতুন সংযোজন ঘটেছে মোষের গাড়ি করে ওয়াচ টাওয়ার ভ্রমণ। সেই কারণে দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন গরুমারাতে।