২৭ সেপ্টেম্বর ,ইন্টারনেট জগতের কেন্দ্রে থাকা সার্চ ইঞ্জিন গুগল এর জন্মদিন। আজকের দিনেই ২৩ বছর পূর্ণ করলো এই সংস্থা।
১৯৯৭ এর ৪ঠা সেপ্টেম্বর প্রতিষ্ঠা হলেও, ২৭ তারিখ রেকর্ড সংখ্যক পেজ ইনডেক্সিং হওয়ায় এই দিনটিকে তাদের জন্মদিন হিসেবে পালন করে গুগল কতৃপক্ষ।
আজকের দিনটি উজ্জাপন করতে তাদের হোম স্ক্রিন এর লোগোর জায়গায় একটি সুন্দর ‘ডুডেল’ ব্যবহার করেছে গুগল।
এই ডুডেল টি তে ‘২৩’ লেখা এবং একটি কেক এর ছবি দেওয়া।
এই দিন সম্পর্কে গুগল ডুডেল তাদের টুইটার হ্যান্ডেল এর মাধ্যমে বলেন,”একটি সাধারণ পরীক্ষামূলক মডেল হিসেবে দুই কম্পিউটার ইঞ্জিনিয়ার এর তৈরী হওয়া এই প্রযুক্তি আজকে ২৩ বছর বাদে ১৫০ টির ও বেশি ভাষায় বিশ্ব-জুড়ে ছড়িয়ে পড়েছে।”
এই কথার রেশ ধরেই তারা গুগল এর জন্মদিন এর কথা জানান।
সের্গেই ব্রিন ও ল্যারি পেজ নামক দুই মার্কিন কম্পিউটার ইঞ্জিনিয়ার এর এই সৃষ্টি বর্তমানে ইতিহাসের সফলতম সংস্থা গুলির একটি।
২০১৫ সালে এই সংস্থার শীর্ষ পদে নিযুক্ত হন সুন্দর পিচাই।
প্রতিদিন আনুমানিক কয়েকশো কোটি ‘সার্চ’ হয়ে এই ইঞ্জিনে।
এছাড়াও ইউটিউব, ড্রাইভ, ট্রান্সলেট ও ম্যাপস এর মতন বহু ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে তাদের প্রভাব রেখেছে গুগল।
এমনকি মহামারীর সময়ও তাদের প্রযুক্তি ক্লাসরুম এবং গুগল মিট বহু ছাত্রছাত্রীদের পড়াশুনায় সাহায্য করেছে।