Home FEATURE চলুন ঘুরে আসি মালায়েশিয়ার ক্যামারুনে

চলুন ঘুরে আসি মালায়েশিয়ার ক্যামারুনে

142
0

বর্তমান পরিস্থিতির নিরিখে মালয়েশিয়ার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

করোনার আতঙ্ক কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরছে সাধারণ মানুষ।

নির্দিষ্ট এস ও পি মেনেই চলছে খাওয়া , দাওয়া , বেড়ানো  সব কিছুই।

চলুন না  আমরাও একটু বেড়িয়ে আসি পাহাড় ঘেরা ছোট্ট শহর ক্যামারুনে ।

  দার্জিলিং এর মতই পাহাড়ে ঘেরা শীতের শহর এই  হাইল্যান্ড।

সাধারণত মালায়েশিয়ার আবহাওয়া নাতিশীতোষ্ণ।

সারা  বছর ই  এখানে গরম আর বৃষ্টি।

তবে কোলকাতার মত প্যাচপ্যাচে গরম কিন্তু এখানে একেবারেই পড়ে না । 

শীতের হিমেল হাওয়া এখানে ঢোকে না কখনই ।

ঠাণ্ডার আমেজ নিতে হলে কয়েকশ কিলোমিটার গেলেই সে সাধ পূরন হয়ে যাবে ।

চা বাগানে ঘেরা ছোট্ট শহর এই  ক্যামারুন হাইল্যান্ড।সবুজে ঘেরা সুন্দরী পাহাড়ের অপরূপরূপ আপনার মন কাড়বেই।নিজের অজান্তেই আপনি বলতে বাধ্য হবেন অপূর্ব।

 

Previous articleমালয়েশিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত ৯
Next articleরাজস্থানে নতুন করে করোনায় আক্রান্ত ৩৭৫