Home ENTERTAINMENT সেলেবদের পুজোঃ শাড়িতে অঞ্জলী কাজলের

সেলেবদের পুজোঃ শাড়িতে অঞ্জলী কাজলের

55
0

গোটা বলিউড এখন নবরাত্রির আনন্দে মশগুল। আর বাঙ্গালী বলিউড তারকারা যে পুজোর আনন্দে মাতবেন এ আর নতুন কি ? বাঙ্গালীয়ানা ছেড়ে থাকা কি সহজ কথা? বিশেষ করে দুর্গাপুজোর এ কটা দিন !

অষ্টমীর সকাল থেকেই তাই মুম্বই এর বিভিন্ন পুজো মন্ডপে তারকাদের দেখা মিলছে। সকালে উত্তর বোম্বে সার্বজনীন এর পুজোয় দারুন শাড়িতে পৌছে গেলেন অভিনেত্রী কাজল।

অঞ্জলী শেষে মন্ডপে দূর্গা মুর্তির সামনে কাজল ছবি তুলে পোস্ট ও করলেন।

কাজলের সংগে দেখা মিলল বলিউডের আরো দুই অভিনেত্রীরও। সুমনা চক্রবর্তী ও শ্রাবনী মুখোপাধ্যায়ও শাড়িতে পৌছলেন মা কে প্রার্থনা জানাতে।

Previous articleভোররাতে মুম্বইএর বহুতলে আগুন পুড়ল বাইক
Next article১০০ লাখ কোটির মাস্টারপ্ল্যান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here