তিনি ২০১৫ সাল থেকেই নাকি স্কুলে অনিয়মিত। অভিযোগ তিনি আসেন না , যান ও না তবু হাজিরা খাতায় নাকি সই থাকে, তিনি বেতনও পান। তিনি একটি রাজনৈতিক দলের শিক্ষা সেলের দায়িত্বে রয়েছেন।
অভিযোগ তিনি নাকি শাসক দল ঘনিষ্ঠ সংগঠনের ওপর তলার মানুষ। ফলে দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত।
তিনি হাওড়া ডোমজুড়ের নিবরা হাই স্কুলের শিক্ষক ধ্রুবজ্যোতি সেন।
তার বিরুদ্ধে অভিযোগ তিনি মাসের পর মাস স্কুলে আসেন না। ছাত্রদের পড়াশোনার দায়িত্ব নিয়েও ভাবেন না । অথচ নিয়মিত বেতন পান স্কুল থেকে ।
সোমবার সকালে ওই শিক্ষক ধ্রুবজ্যোতি সেনকে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখাতে থেকেন গ্রামবাসীরা । ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ।
পুলিশ এসে ধ্রুবজ্যোতি সেনকে গ্রামবাসীদের হাত থেকে রক্ষা করে থানায় নিয়ে যান।
অথচ ওই স্কুলের টিচার ইনচার্জ জানিয়েছেন ওই শিক্ষকের বিরুদ্ধে তিনি মুখ খুলতে চান না। কারণ তিনি মুখ খুলে এর আগেও একাধিকবার হেনস্থার শিকার হয়েছেন।
এর আগেও স্কুল পরিদর্শক তাকে ডেকে ধ্রুবজ্যোতি সেনের বিষয়ে জানতে চেয়েছেন। তিনি যা জানানোর তিনি বিদ্যালয়ের পরিদর্শককে জানাবেন। সংবাদ মাধ্যমে তিনি এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।