Home HEADLINE STORY ফের করোনা সঙ্কটে জেরবার চিন

ফের করোনা সঙ্কটে জেরবার চিন

65
0

ডেস্ক মিরর, বেজিং: যে চিন দেশ থেকে করোনা ভাইরাসের উৎপত্তি বলে শোনা গিয়েছিল সেই দেশেই ফের ভয়াল রুপ ধারন করেছে করোনা। বিগত ২৪ ঘণ্টায় পাঁচ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। করোনার ফার্স্ট ওয়েভের সময়ও একদিনে এত পরিমান মানুষ করোনা আক্রান্ত হননি যা এখন হয়েছেন। এই পরিস্থিতিতে সাঙ্ঘাইয়ের বায়লজিস্ট জানিয়েছেন বর্তমান অবস্থায় মিথ্যে কথা না বলে কিভাবে করোনার মোকাবিলা করা যায় সেই রণনীতি তৈরি করা প্রয়োজন।

সংবাদ সুত্রের খবর অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় চিনে মোট ৫২৪০ টি নতুন কেস সামনে এসেছে। এর ঠিক একদিন আগেও করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩৩৭ টি।

ভয়াবহ করোনা পরিস্থিতির জেরে চিনের বেশ কিছু অংশে কড়া লকডাউন জারি করা হয়েছে। ৫ কোটিরও বেশী মানুষকে ঘরবন্দী করা হয়েছে।

প্রসঙ্গত, চিনে করোনার অনেকগুলি ওয়েভ দেখা দিলেও ২০২০ র পর এত সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হননি।

 

 

Previous articleকর্ণাটক হিজাব মামলার আর্জি খারিজ
Next articleইউরোপ সফরে বাইডেন, জরুরি বৈঠকে ন্যাটো