Home AROHEENI SAROD SOMMAN অঙ্গ সজ্জায় রেকর্ড

অঙ্গ সজ্জায় রেকর্ড

465
0

নারী , পুরুষের সৌন্দর্য্য তাঁদের হাতে। তাঁদের তুলির টানে হয়ে ওঠেন আপনি মনমোহিনী। আর এই পুজোর সময় সেই শিল্পীরাই মেতে উঠলেন live makeup durga Event এ।

শুধু মাত্র সাজ সজ্জাই নয় , রীতিমতো রেকর্ডও গড়লেন তাঁরা। “অ্যাসোসিয়েসান অফ ইন্টারন্যাশনাল টেকনিশিয়ান আর্টিস্ট ” এবং ” সৃষ্টি ” এই দুই সংস্থা মিলেই আয়োজন করেছিলো live makeup durga Event টি।

 

কথা ছিলো সারা বাংলা থেকে ৭৭৭ জন মেক আপ আর্টিস্ট বা সৌন্দর্য্য শিল্পী এমন  একটা অনুষ্ঠানে হাজির থাকবেন, তাঁদের হাতেই সজ্জিতা হবেন দেবী দূর্গা রূপে।তবে সে রেকর্ড ভেঙ্গে তৈরি হল নতুন রেকর্ড হাজির হলেন ৮৫২ জন প্রতিযোগি। জানালেন সংস্থার সম্পাদক জয়ন্ত দাশগুপ্ত।

যারা সামনে এলেন –

সরস্বতী সাজেঃ

Sudipa Mete

(Jenny Sona makeup artist)(Sudipta Majumdar modal)

 

ডাকের সাজেঃ
Model – Loving Suparna
Makeup artist – Rima Hosan

Model – taniya Sharma sadhukha
Makeupartist – sabana khatun
Theme – metalistic natraj durga

 

Puja Majumder ( Model )
Ranjita Mukherjee ( Makeup artist)
Model- Jayashree
Makeup artist – Papiya
Mua Dipa Nath
Model Anjana Roy
রূদ্রানী রূপে

Nilufa Sulta ( Makeup artist) ডাকের সাজে

Model – Shuchita Biswas
Makeup Artist- Paro Halder  Theme – নির্জাতিত দুর্গা

Makeup artist Ranjita Mukherjee