পশ্চিম বর্ধমানের এবং বীরভূমের মধ্য দিয়ে বইছে অজয় নদ।
দুই জেলার মানুষ প্রত্যহ এই নদ পারাপার করে কাজের সূত্রে।
বেশ কিছু দিন ধরেই ভেঙ্গে গিয়েছে অজয় নদের ওপর দিয়ে নির্মিত দুই জেলার সংযোগকারী সাময়িক ব্রিজ।
ফলে বর্তমানে ঝুঁকি নিয়েই নদ পারাপার করতে হচ্ছে স্থানীয় দের।
অভিযোগ বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও পাকাপাকি ভাবে ব্রিজ বানানো হচ্ছে না।
ফলে বাঁশ এবং কাঠের ভেলা বানিয়ে নদ পারাপার করছে স্থানীয় মানুষ।
ভেলার এক পাশে দড়ি বেঁধে তা টেনে স্থানীয় যুবকগন নদ পারাপারে সাহায্য করছে।
স্থানীয় এক ব্যক্তি এই বিষয়ে বলেন,
“মানুষ প্রত্যেকদিন তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে এই নদের ওপর দিয়ে।
প্রত্যেকদিন প্রায় হাজার মানুষ এই নদ ব্যাবহার করে নিজেদের গন্তব্যস্থলে পৌছনোর জন্য।
যদি কোনও ব্যক্তি হঠাৎ করেই গুরতর অসুস্থ হয়ে পরে সেক্ষেত্রে শুধুমাত্র জীবনের ঝুঁকিই না তার সাথে নদের অন্যদিকের হাসপাতালে পৌছাতেও প্রচুর সময় লেগে যায়”।
তারকথায় বহুবছর ধরে গ্রামবাসীরা একটা পাকাপাকি ভাবে পোক্ত ব্রিজ বানানোর আর্জি জানালেও বাস্তবে তা বানানো হচ্ছে না।
ফলে বর্ষার সময় নদী ভরে গেলে জীবনের ঝুঁকি প্রবল হয়ে ওঠে।
গ্রামবাসীরা সরকারের কাছে যত শীঘ্র সম্ভব সেতু নির্মাণের আর্জি জানিয়েছেন।