Home DISTRICTS কেষ্টর দূর্গে পদ্মে ভিড়

কেষ্টর দূর্গে পদ্মে ভিড়

155
0

অনুব্রতর শহর বোলপুরে তৃনমুল ছেড়ে শতাধিক তৃনমুল কর্মী যোগ দিলেন বিজেপিতে।২৩ জুন,মঙ্গলবার, তৃণমূল ছেড়ে বিজেপিতে যুক্ত হন তারা।

এদিন বোলপুর রেলময়দান মাঠে নব আগত তৃনমুলদের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর বিজেপি’র জেলা নেতৃত্ব আধিকারিক রা।

অন্যদিকে ২০২১ সালে রয়েছে পরবর্তী বিধানসভা নির্বাচন।তার আগেই তৃণমুল সভাপতি অনুব্রত মণ্ডলের নিজের শহরেই তৃনমুলে ভাঙ্গন।সামনের নির্বাচনগুলিতে কি তাহলে তৃনমুলকে আরো বেশি চাপে ফেলবে বিজেপি? এই প্রশ্ন সবমহলে।

প্রসঙ্গত, ২৩ জুন,মঙ্গলবার ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর বলিদান দিবস।এই বলিদান দিবস কেই কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির জন্ম বলা যায়। স্বাধীন ভারতের এই দিনে প্রথম শহীদ হয়েছিলেন এবং তার পর থেকেই প্রতি বছর এই বিশেষ দিনটিতে এই মহান ব্যাক্তিকে স্মরণ করে আসছে।

 

 

Previous articleভয়াবহ ভূমিকম্প মেক্সিকোতে; রয়েছে সুনামির সতর্কতা
Next articleফের ভূমিকম্পে কেঁপে উঠল মিজোরাম