ডেস্ক মিরর, মুম্বই : পাকিস্তানের শেলটারে করাচিতেই থাকেন মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিম। বারবারই এই দাবী করেছে ভারতের ইন্টেলিজেন্স টিম। এবার এই দাবিতেই শিলমোহর। ইডির চাপে দাউদের ভাগ্নে জানিয়েছেন, দাউদ করাচিতে থাকেন। দাউদের বোন হাসিনা পারকারের ছেলে আলিশা পারকর।
সুত্রের খবর, আলিশা জানিয়েছে, ১৯৮৬র আগে পর্যন্ত মুম্বইএর একটি ফ্ল্যাটের চারতলায় থাকতেন দাউদ। কিন্তু পরে পুলিশের চাপে পরেই মুম্বই থেকে করাচি পালিয়ে যান তিনি। আরও জানা গিয়েছে, নিজের ভাইদের মাসে ১০ লক্ষ টাকা পাথায় দাউদ, এমনকি বিভিন্ন অনুষ্ঠানে আত্মীয় স্বজনের সঙ্গে সৌজন্য বিনিময় করেন দাউদের স্ত্রী।
আলিশার বক্তব্য, তিনি কখনও দাউদকে চোখে দেখেননি। দাউদ যখন মুম্বই ছেড়ে যায় তখন আলিশার জন্ম হয়নি। তার পরিবারের সঙ্গেও দাউদের সরাসরি কোনও সম্পর্ক নেই বলে দাবী আলিশার। তিনি যাবতীয় গল্প পরিবার সুত্রে ছোটবেলা থেকে শুনে আসছেন। করাচিতে থাকার কথাও তিনি পরিবারের তফরেই শুনেছেন বলে দাবী করেছেন দাউদের ভাগ্নে।