Home NATIONAL শ্রীন স্পিড পোস্টে প্রসাদ বিতরন

শ্রীন স্পিড পোস্টে প্রসাদ বিতরন

296
0

তৃপ্তি চৌধুরী : এবার থেকে পোস্টের মাধ্যমে প্রসাদ বিতরন করা হবে শ্রী বৈষ্ণব দেবীর মন্দিরের।

শ্রী মাতা বৈষ্ণব দেবী শ্রীন স্পিড পোস্টের মাধ্যমে ভক্তদের উদ্দ্যেশ্যে প্রসাদ বিতরন করবে।

জম্মু কাশ্মীরে বান্দাদের প্রতি প্রসাদ বিতরন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার থেকেই এই পদ্ধতিতে প্রসাদ দেওয়া চালু হয়েছে।

জম্মু ও কাশ্মীরের ডাক সার্ভিসের পরিচালক গৌরব শ্রীবাস্তব চুক্তিতে স্বাক্ষর করেছেন।

করোনা মহামারীর জেরে ভক্তদের সুবিধার্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Previous articleগুজরাটে শুরু সামুদ্রিক বিমান পরিষেবা
Next articleআমাজনে দাবানল