Home HEADLINE STORY চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাংগাস?

চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাংগাস?

234
0

করোনার পর চিন্তার ভাঁজ পড়ছে কালো ফাঙ্গাস বা ব্ল্যাক ফাঙ্গাস এর  কারনে। দিল্লি ও গুজরাতের ডাক্তার বাবুরা ইতিমধ্যেই

এই রোগের চিকিৎসা করে ফেলেছেন। এই রোগের প্রকোপ বাড়ছে করোনার আক্রমনের পরপর ই।  করোনার সেড়ে ওঠার পর ই এই রোগের

উপসর্গ দেখা দিয়েছে দিল্লি ও গুজ্রাতের অনেক রোগীর শরীরেই। মূলত কমোরবিডিটিস মানে ডায়াবেটিস , কিডনি , ক্যান্সারে ভুগছেন , এমন

রোগীরাই যারা মূলত করোনার প্রভাব কাটিয়ে উঠেও ব্ল্যাক ফাঙ্গাসে র কবলে পড়েছেন ।

কেমন সে উপসর্গ ? 

এটি একটি ফাংগাল ইনফেকশন। যা  মিউকোরমাইকোসিস নামের  এক ধরনের ব্যাক্টেরিয়া । আর এই ব্যাক্টেরিয়া আক্রমন করে তাদের শরীরে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে গিয়েছে।

মূলত মুখ ফুলে যাওয়া , নাকের একদিক বন্ধ থাকা , বুকে ব্যাথা ,  লাংগস এ মিউকোর এর আক্রমন, জ্বর , কাশি , শ্বাস কষ্ট এগুলি দেখা দিতে পারে।

তবে এ  বিষয়ে এখন ই বিরাট চিন্তার বিষয় নেই বলে জানাচ্ছে চিকিৎসক মহল।

ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকও এ  বিষয়ে যথেষ্ট নজর রেখেছে।