Home SPORTS আইপিএল এ ডবল ধামাকা

আইপিএল এ ডবল ধামাকা

349
0

আইপিএল এ আজ ডবল ধামাকা।

বৃহস্পতিবার আইপিএল এ অনুষ্ঠিত হবে ২ টি ম্যাচ।

যার মধ্যে প্রথম ম্যাচে আর কিছুক্ষণের মধ্যেই ‘পাঞ্জাব কিংসে’র মুখোমুখি মাঠে নামতে চলেছে ‘চেন্নাই সুপার কিংস’।

আজ দুপুর সাড়ে ৩ টে থেকে শুরু হবে এই ম্যাচ।

আইপিএল তার অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে।

বর্তমানে প্রত্যেকটি ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি দলের জন্য।

আইপিএল তালিকায় এই মুহূর্তে  ২ নম্বরে রয়েছে ‘চেন্নাই সুপার কিংস’।

‘চেন্নাই সুপার কিংসে’র পয়েন্ট ১৮।

তালিকায় ১০ পয়েন্টের সঙ্গে ৬ নম্বরে রয়েছে ‘পাঞ্জাব কিংস’।

তবে আজকের সবচেয়ে গুরুত্ব ম্যাচ হতে চলেছে এই ম্যাচের ঠিক পরেই। আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় মুখোমুখি লড়াইয়ে নামবে ‘কলকাতা নাইট রাইডার্স’ বনাম ‘রাজস্তান রয়্যালস’।

আজকের ম্যাচের ওপর নির্ভর করছে কলকাতার সেরা ৪ এর দৌড়ে টিকে থাকা।

আজকের ম্যাচে কলকাতার জয় আবশ্যক।

আইপিএল তালিকায় এই মুহূর্তে ১২ পয়েন্টের সঙ্গে ৪ নম্বর স্থানে রয়েছে ‘কলকাতা নাইট রাইডার্স’।

তবে কলকাতার ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে ‘মুম্বাই ইন্ডিয়ানস’।

আইপিএল তালিকায় মুম্বাইয়ের স্থান পঞ্চম।

তবে মুম্বাইয়ের পয়েন্টও ১২।

ফলে আজকের ম্যাচে হার এক ঝটকায় সেরা ৪ থেকে নীচে নামিয়ে আনতে পারে কলকাতাকে।

প্রসঙ্গত, শুক্রবার ‘সানরাইজার্স হায়দ্রাবাদে’র বিপক্ষে মাঠে নামবে ‘মুম্বাই ইন্ডিয়ানস’।

ফলে কলকাতার হার মুম্বাইকে নিয়ে আসতে পারে সেরা ৪ এ।

অপরদিকে ‘রাজস্থান রয়্যালস’ আইপিএল তালিকায়  ১০ পয়েন্টের সঙ্গে ৭ নম্বর স্থানে রয়েছে।

উল্লেখ্য, এই মুহূর্তে আইপিএল তালিকায় সেরা ৪ এর প্রথম স্থানে রয়েছে ‘দিল্লি ক্যাপিটালস’।

তাদের পয়েন্ট ২০।

দ্বিতীয় স্থানে ১৮ পয়েন্টের সঙ্গে রয়েছে ‘চেন্নাই সুপার কিংস’।

তৃতীয় স্থানে ১৬ পয়েন্টের সঙ্গে রয়েছে ‘রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু’।

চতুর্থ স্থানে রয়েছে ‘কলকাতা নাইট রাইডার্স’।

Previous articleটিকে থাকার লড়াই কলকাতার
Next articleমধুর ভাণ্ডারকর নিবেদিত প্রথম বাংলা সিনেমা