Home HEADLINE STORY ভুমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

ভুমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

118
0

বুধবার পরপর দুবার প্রবল ভুমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া।

ইউ এস জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে,

এই কম্পনের মাত্রা ৬.৮ ম্যাগনিটিউড।

এর উৎসস্থল সমুদ্র থেকে ১০ কিমি গভীরে।

সুমাত্রা দ্বীপের বেংকুকু শহরের থেকে ১৪৪.৫ কিনি দক্ষিণ-পশ্চিমে এই ভুমিকম্প অনুভুত হয়।

অপর একটি ভুমিকম্প হয় ঠিক ৬ মিনিট পরে।

এবারেও উৎসস্থল বেংকুকু।

দ্বিতিয় বার ভুমিকম্পের মাত্রা ছিল ৬.৯ ম্যাগনিটিউড।

বেংকুকুর এক বাসিন্দা জানিয়েছেন,

দ্বিতীয়বার ভু-কম্পনে এতটাই তারা ভয় পেতে গেছিলেন যে ঘর থেকে বেশ কিছু টা দূরে গিয়ে দাড়িয়েছিলেন।

তবে এদিনের এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও ক্ষয়-ক্ষতির পরিমাণ রয়েছে কিছুটা।

কিন্তু এখন পর্যন্ত কোনো প্রবল প্রাকৃতিক বিপর্যয় বা সুনামির সতর্কতা দেওয়া হয় নি ওই দেশে।

২৭০ মিলিয়ন ইন্দোনেশিয়া বাসী বর্তমানে বড় কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ভয় পাচ্ছেন।

কারন ইন্দোনেশিয়ার ওই অঞ্চল প্রশান্ত মহাসাগরে ‘Ring of Fire’ এর অন্তর্গত।

Previous articleআফগানের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা বার্তা মোদির
Next articleদিল্লি মেট্রোর কর্মীদের বেতন কাটার সিদ্ধান্ত