Home HEADLINE STORY লকডাউনে ট্যুইটারে ঈদের শুভেচ্ছা বর্ষণ

লকডাউনে ট্যুইটারে ঈদের শুভেচ্ছা বর্ষণ

4
0

সাধনা মিস্ত্রী: শনিবার স্বরাষ্ট মন্ত্রী অমিত শাহ সবাইকে ইদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি ট্যুইত করে জানান,

”আশা করি এই বছরটা আমাদের সমাজে শান্তি সমৃদ্ধি বয়ে আনুক।”

প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপি নেতা শেহনওয়াজ হাসিন তার বাড়িতে আজান করার একটি ছবি ভাগ করে নিয়ে তিনি ট্যুইট করেন সবাইকে ইদের প্রীতি ও শুভেচ্ছা জানান।

”সবাই বাড়িতে থেকে ঈদের পালন করুন এবং দুরত্ববিধি মেনে চলুন।”

সকাল থেকে ট্যুইটারে ঝরে পড়ে ঈদের শুভেচ্ছা।

রাষ্ট্রপতি থেকে উপরাষ্ট্রপতি সবাই জনসাধারণের উদ্দেশ্যে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানানোর পাশাপাশি মহামারীর বিধিনিষেধ মেনে চলতে বলেন।

Previous articleভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন সালমান খান
Next article২ আগস্টে অযোধ্যায় পাড়ি যোগী আদিত্যনাথের