ডেস্ক মিরর, কলম্বো : শ্রীলঙ্কায় ভেঙে পড়েছে চরম অর্থনৈতিক সংকট। যার ফলে বেজায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। প্রতিবাদে তারা দেশজুড়ে বিক্ষোভে নেমেছেন। ফলাফল রণক্ষেত্র হয়ে উঠেছে শ্রীলংকার পরিস্থিতি। রাজধানী কলম্বো সহ সমগ্র দেশে সহিংসতায় হইচই চলছে। পরিস্থিতি লাগামছাড়া হওয়ায় এক প্রকার বাধ্য হয়ে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে গভীর রাতে জরুরি অবস্থার ঘোষণা করেন।
বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমেছেন রাষ্টপতির পদত্যাগের দাবিতে। সেই কারণেই শুক্রবার হাজার হাজার মানুষ রাষ্ট্রপতি ভবনের বাইরে জড়ো হয়েছিল। সাধারণ মানুষের বক্তব্য , শ্রীলংকার বর্তমান এই অর্থনৈতিক সংকটের জন্য বর্তমান সরকারই দায়ী। রাষ্টপতির পদত্যাগের দাবিতে কলম্বোতে সহিংসতা অব্যাহত রয়েছে। বিক্ষুব্ধ মানুষ গাড়িতে গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। রেহাই দেয়নি পুলিশের গাড়িও। এই ভয়াবহ পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ মুখোমুখি হয়েছে। নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষকে তাড়াতে আগুনের গ্যাস ছেড়ে দেয়। সূত্রের খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জন আহত হয়েছেন এবং ৫০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে স্পেশাল টাস্কফোর্স ডাকতে হয়েছে। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। দেশ এতটাই অর্থনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে আছে যে খরচ বাঁচাতে ১০ থেকে ১৩ ঘণ্টা লোডশেডিং করে রাখা হচ্ছে। দেশজুড়ে ডিজেলের ভান্ডার শেষ হয়ে গিয়েছে। শেষের পথে পেট্রোলও। দেশজুড়ে মানুষের অবস্থা অনিশ্চয়তায় মুখে দাঁড়িয়ে আছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষ আন্দোলনে নেমেছে। তাই পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে ১ এপ্রিল থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।